পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স

খাগড়াছড়ির পানছড়িতে বাঁধ দেওয়া ছড়ার পানিতে গোসল করতে গিয়ে ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১১টার উপজেলার ৪ নম্বর লতিবান ইউপির কারিগড়পাড়ায় ঘটনাটি ঘটে।

মৃত খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) ভাইবোন। তারা কারিগড়পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। অপরজন প্রতিবেশী তাপস কান্তি ত্রিপুরার সন্তান প্রাণটি ত্রিপুরা (৭)।

স্থানীয় ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, খেলার ছলে তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেওয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানছড়ি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্যামল চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের মৃত অবস্থায় পেয়েছি।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

জাফর সবুজ/এমএসআর