কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা

মুন্সিগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত লকডাউনে কর্মহীন ৫ হাজার পরিবারে ১ মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদ আনন্দ উপভোগ করার জন্য দেওয়া হয় ২ কেজি করে পোলাওয়ের চাল, সেমাই, কিশমিশ, ঘি ও তেল।

এছাড়াও প্রতি পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ডাল, লবণ, চিনি, ছোলা, খেজুরসহ সব মিলিয়ে ৩৭ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়। 

শনিবার (১ মে) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় থেকে কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া কার্যক্রম শুরু হয়।

ঢাকার বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলামের অর্থায়নে খাদ্য বিতরণের সময় আর উপস্থিত ছিলেন বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রবিন হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ রানা দুলাল, ব্যবসায়ী আল-আমিন মোল্লা, সমাজসেবক ইমরান শেখ প্রমুখ।

ব ম শামীম/এমএসআর