দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার (৩০ এপ্রিল) নমুনা পরীক্ষা না করায় কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা যায়নি।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০১ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
দিনাজপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৫ জন। জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৮৭ জন। হোম আইসোলেশনে ২৫১ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৬ জন।
মাহাবুর রহমান/এমএসআর
বিজ্ঞাপন