জয়পুরহাটে সমাজসেবা দিবসে আলোচনা সভা

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (০২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইমাম হাসিম।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা  পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসআর