চট্টগ্রাম থেকেই সারাদেশে যাবে এলইডি বাল্ব : স্থানীয় সরকারমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম
চট্টগ্রাম থেকেই সারাদেশে বিতরণ করা হবে ১৩ লাখ বাল্ব। চীন সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে এ বাল্ব বিতরণ করেছে। আমরা চীন সরকারের কাছে কৃতজ্ঞ তাদের এ বন্ধুভাবাপন্ন আচরণের জন্য।
শনিবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে এলইডি বাল্ব বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শাকিলা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ।
মন্ত্রী বলেন, আমরা চাই সারাদেশ একইভাবে আলোকিত হোক। আমি চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী— সব জায়গাকে সমান মূল্যায়ন করি। কিন্তু এ বাল্বগুলো চট্টগ্রাম দিয়ে এসেছে বলে চট্টগ্রামে এসে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলাম। এখান থেকেই সারাদেশে ডিস্ট্রিবিউশন লিস্ট অনুযায়ী বাল্ব যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দর না থাকলে বাংলাদেশ এত ভাগ্যবান হতো না। অনেক দেশ আছে যাদের বন্দর থাকলেও আমাদের দেশের মতো তারা তেমন গুরুত্বপূর্ণ নয়।
বিজ্ঞাপন
২০৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মো. তাজুল ইসলাম বলেন, উন্নত দেশ হিসেবে গড়ার স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। সে স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি তার সহকর্মী হিসেবে আছি।
এমএসআর