আটক ট্রাকচালক

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (০৩ মে) তামাবিল হাইওয়ে পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন।

এর আগে রোববার (০২ মে) রাত ১টা ৪০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে ট্রাক ঢুকে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পাশাপাশি মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হন। ঘটনার পর রাত আড়াইটার দিকে ট্রাকচালক মাসুককে (৩২) আটক করে পুলিশ।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, ঘটনার পর খোঁজ নিয়ে ট্রাকচালককে আটক করা হয়েছে। পরবর্তীতে একটি মামলা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার নয়াগ্রাম পঞ্চিম এলাকার সিফাতুর  রহমানের ছেলে আশিক আহমদ (৩৫), একই গ্রামের মৌলভী সহর উল্লার ছেলে মিনহাজ উদ্দিন সুলতান (২৮) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার মছনুর রহমানের ছেলে সুহেল আহমদ (৩০)।

গুরুতর আহত হলেন- জৈন্তাপুর উপজেলার বারোগাত্তি এলাকার তাজুল ইসলামের ছেলে সুমন আহমদ (১৮), উপজেলার চাল্লাইন এলাকার বিলাল আহমদের ছেলে রাহেল আহমদ (২৫)।

তুহিন আহমদ/এসপি