সিলেটে সড়কে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুরে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মনোজ দেব (৩৮)। তিনি ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের বাসিন্দা। তাজপুর বাজারে তার একটি দোকান ছিল।
শনিবার (২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় শরিফ (২৫) নামে একজন আহত হন।
বিজ্ঞাপন
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঢাকা পোস্টকে জানান, ব্যবসায়ী মনোজ দেব ও শরিফ মোটরসাইকেলে করে সিলেট শহরে যাচ্ছিল। মনোজ মোটরসাইকেল চালাচ্ছিল।
তাজপুর বাজারে সিলেট থেকে আসা একটি মাইক্রোবাস মনোজ দেবের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আহত অবস্থায় মনোজ ও শরিফকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এই ঘটনায় মাইক্রোবাসের চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল চালক মনোজ দেবকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথেই তার মৃত্যু হয়েছিল। আহত শরিফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এমএসআর