ফুটবল খেলতে গিয়ে যুবক লাশ
পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে মো.ইলিয়াস পাহলান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ মে) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ইলিয়াস ওই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. ফোরকান পাহলানের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, প্রতিদিন বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে দু’দল যুবক ফুটবল খেলে আসছে। ঘটনার সময় ইলিয়াস প্রতিপক্ষের গোল পোস্টের সামনে গিয়ে বল কিক করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় ঘুরে ফেরার পথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্যান্য খেলোয়াড়রা তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, বিষয়টি স্থানীয়দের কাছে শোনার পর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম।
বিজ্ঞাপন
কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.আসাদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
কাজী সাঈদ/এসপি