ভোলায় ডায়রিয়ায় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩৬
ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে নতুন ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে ৪৮ হাজার ৮৭৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি বলেন, শুরুতে ৪০ উপজেলায় ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিকেল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ২৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিকেল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ মে পর্যন্ত বরিশাল জেলায় ৬ হাজার ৫৮৫ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৩২৯ জন, ভোলায় ১২ হাজার ৫৯৭ জন, পিরোজপুরে ৬ হাজার ১৬৫ জন, বরগুনায় ৭ হাজার ৭৩৪ জন, ঝালকাঠিতে ৫ হাজার ৪৬৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিভাগে এখন পর্যন্ত মোট ১৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলায় পাঁচজন, পটুয়াখালীতে ছয়জন, ভোলায় দুইজন এবং বরগুনায় চারজন।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ৩ নং ওয়ার্ডের ৫ বছর বয়সী মীম ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এসপি