সুনামগঞ্জের তাহিরপুরে চুরিতে বাধা দেওয়ায় আব্দুর রউফ (৩৫) নামে গ্রাম পুলিশের এক সদস্যকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। গ্রাম পুলিশ সমিতি তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আব্দুর রউফ উপজেলার বোরোখাড়া গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। চার শিশু সন্তানের জনক রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শব্দর আলী জানান, ভোররাতে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় দুই থেকে তিনজনের সংঘবদ্ধ একটি চোরের দল তার ঘরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার চেষ্টা করে। বিষয়টি দেখে ফেলেন রউফ। এরপর পরিবার ও গ্রামবাসীকে চিৎকার করে জাগিয়ে তোলার চেষ্টা করার পাশাপাশি চোরদের ধরতে পিছু নিলে চোর দলের সদস্যরা ধারালো ছুরি দিয়ে রউফের বুকের পাশে কয়েকটি আঘাত করে। এতে মারা যান তিনি। পরে বাড়ির কাঁচা সড়কের পাশে তার মরদেহ ফেলে রেখে চলে যায় চোরেরা।

এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

সাইদুর রহমান আসাদ/আরএআর