প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫) নিহত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইন সংলগ্ন উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানায়, রোববার রাতে রেললাইনের পাশে মহাসড়কে এক‌টি মাছের গাড়ি নষ্ট হয়েছিল। এ সময় গা‌ড়ির লোকজন রেললাইনে বসে ছিলেন। তখন ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান ঢাকা বলেন, ট্রেনে কাটা পড়া একটি মরদেহ রেললাইনে পড়ে আছে— এমন খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

মরদেহটি অজ্ঞাত হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হ‌য়।

এমএসআর