সৈয়দ কাশেম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাওলানা সৈয়দ কাশেম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
 
পুলিশের দাবি, কাশেম হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে নেতৃত্বদানকারীদের মধ্যে একজন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডা এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাণ্ডবের পর গ্রেফতার এড়াতে কাশেম ছনখোলা গ্রামে তার মামা নাজমুল ইসলামের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামার বাড়ি থেকেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কাশেমকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় থেকে কাউতলি পর্যন্ত এলাকায় তাণ্ডবের নেতৃত্ব দিয়েছেন কাশেম। তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ থানায় ৫৫টি মামলা দায়ের করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর কর্তৃপক্ষ।

আজিজুল সঞ্চয়/এমএএস