চেক জালিয়াতির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চেয়ারম্যান আয়নাল হক
রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় আয়নাল হক নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। আয়নাল হক বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
ওসি বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় আসামি আয়নাল হককে বুধবার (০৫ মে) মধ্যরাতে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা রয়েছে।
আয়নাল হকের পরিবারের দাবি, ওই মামলায় জামিনে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। তার জামিনের কাগজপত্র আইনজীবীর কাছে রয়েছে। জামিনের রিকল নিয়ে থানায় যোগাযোগ করা হবে।
বিজ্ঞাপন
ওসি হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ইউপি চেয়ারম্যান আয়নাল হক চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশনায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে নেওয়া হয়। জামিনের রিকল দেখাতে না পারলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সম্প্রতি ইউপি চেয়ারম্যান আয়নাল হকের বিরুদ্ধে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের নির্বাচিত শত ভাগ বিধবা ভাতা ভোগীর কাছ থেকে জনপ্রতি চার হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করে ভাতা না করে দেওয়া, প্রকৃত প্রতিবন্ধীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত না করায় ভুক্তোভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর আগে ২০১৯ সালে আয়নাল হকের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও এলজি এসপির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল।
ফরহাদুজ্জামান ফারুক/এএম