নিহত সেজুতি

হৃদরোগে মারা গেছেন চাচি নাছিমা বেগম (৪৫)। সকালে তাকে শেষবারের মতো দেখতে গ্রামে ছুটে গিয়েছিল স্কুলছাত্রী রুবায়েত আফরোজ সেজুতি (১৫)। ফেরার পথে অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সেজুতি ওই গ্রামের রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে। সে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে সে ভালুকা পৌর সদরে থাকত।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার (০৫ মে) রাতে রুহুল আমিন মাস্টারের চাচাতো ভাই বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫) নামাজরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার তার মরদেহ একনজর দেখতে মায়ের সঙ্গে গ্রামের বাড়ি সাতেঙ্গায় যায় সেজুতি।

মরহুমার জানাজা শেষে দুপুর ১২টার দিকে বাসায় ফেরার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তারা। এ সময় হঠাৎ সেজুতির গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উবায়দুল হক/আরএআর/জেএস