হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর আক্রমণ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামির মা-বাবাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ‌্যায় সবার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার খাসপাড়া গ্রামের পলাতক আসামি শিপনের বাবা মামদ আলী (৫৮), শিপনের মাতা রেজিয়া খাতুন (৫০), তার দুই স্ত্রী হেনা খাতুন (৩০) জেসমিন (২২), তার মামি নাজমা (৩৪), শিপনের চাচা ইমান আলী (৬০), তার আত্মীয় রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, বুধবার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি শিপনকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে আসার সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়ে যান।

এ সময় তাদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে জানান, মূল অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

মোহাম্মদ নুর উদ্দিন/এনএ