এক রাতে প্রাণঘাতী করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ওয়ার্ডে তারা মারা গেছেন।

শুক্রবার (৭ মে) বেলা সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে একজন মারা গেছেন। আরেকজন মারা গেছেন হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে। উপসর্গ নিয়ে তারা হাসপাতালে এসেছিলেন।

মৃত্যুর পর করোনা পরীক্ষায় নমুনা নেওয়া হয়েছে। প্রতিবেদন এলে করোনা সংক্রমণ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক আরও জানান, শুক্রবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪১ জন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন আরও ৪৪ জন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আরও ১২ জন।

ফেরদৌস সিদ্দিকী/এনএ