নীলফামারীতে ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) মধ্যরাতে সদর উপজেলার কন্দুপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া ও তার স্ত্রী মমেনা বেগম। তবে একই খাটে দাদা-দাদির মাঝে ঘুমালেও অলৌকিকভাবে বেঁচে গেছে পাঁচ বছরের শিশু মোজাহিদ।

স্থানীয়রা জানান, টিনশেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে দুটি গাছ উপড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান ঘুটু মিয়া ও মমেনা। তবে তাদের মাঝে ঘুমিয়ে থাকা বড় ছেলে মমিনুর রহমানের ছেলে মোজাহিদের কিছুই হয়নি।

মমিনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে রাতে ওর দাদা-দাদির সঙ্গে ঘুমিয়েছিল। আব্বা-আম্মা গাছচাপা পড়ে মারা গেছেন। আমার ছেলে মোজাহিদ সুস্থ আছে।

বিষয়টি নিশ্চিত করে কুন্দপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

মাহমুদ আল হাসান রাফিন/আরএআর