আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনা টিকার কোনো সংকট নেই। আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা আনা হবে। 

শুক্রবার (০৭ মে) সকালে ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়ার শেখ রাসেল স্টেডিয়ামে তিন হাজার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, যেখানে করোনা দুর্যোগে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে। এখনও তারা সবাইকে ভ্যাকসিন দিতে পারেনি। সেখানে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রশংশিত হয়েছে। তারপরেও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করেছেন তা দেখা প্রয়োজন।

হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, একটি ঘটনা ঘটার পরেই সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরও বেশি তথ্য-উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। মামুনুল কাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশবিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির তথ্য পাওয়া যায়। 

ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, গত বছর কুষ্টিয়ার ব্যবসায়ীরা এক কোটি ২০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দিয়েছিলেন। এবারও মানবিকতার হাত বাড়িয়েছেন কুষ্টিয়ার ব্যবসায়ীরা। তারা প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য। তাদের ত্যাগের কারণে আমরা ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করতে পারছি। 

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ/আরএআর