লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের অর্থায়নে ৮ হাজার শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচএম কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ, কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আলী, আবুল খায়ের স্বপন ও জাহিদুজ্জামান চৌধুরী রাসেল প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি বছর লক্ষ্মীপুর পৌরসভার শীতার্ত মানুষের মাঝে মেয়র তাহেরের উদ্যোগে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় এবার পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৮ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, শীতে মহামারি করোনা নতুন করে রূপ নিয়েছে। এর থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের উচিত নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো।

এসপি