ফাইল ছবি

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে আরও সাতজন সুস্থ হয়েছেন।

রোববার (০৩ জানুয়ারি) বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের খান্দার এলাকার হাফিজুর রহমান (৭৩), সিফিয়া বেগম (৮৩), নাটোরের সিংড়া উপজেলার বৃন্দাবন চন্দ্র (৭৫) এবং সোনাতলা উপজেলার সুফিয়া বেগম (৮৩)।

শনিবার (০২ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নতুন আক্রান্ত সাতজন বগুড়া সদরের বাসিন্দা।

চিকিৎসক তুহিন বলেন, শনিবার জেলার দুটি পিসিআর ল্যাবে ১০২ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৮ নমুনায় ছয়জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে চার নমুনায় একজনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন নয় হাজার ৬১৫ জন। সুস্থতার সংখ্যা আট হাজার ৮১৮ জন। নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২২৮ জনে দাঁড়াল। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৬৯ জন।

এএম