পাটুরিয়া-দৌলতদিয়ায় চলছে ৭ ফেরি
ঈদকে সামনে রেখে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে গ্রামে ফিরছে মানুষ। সকাল থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের কিছুটা চাপ লক্ষ্য করা গেছে। ঘাট পারাপার হতে আসা এসব যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচল করছে সাতটি ফেরি।
মঙ্গলবার (১১ মে) বেলা সোয়া ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাটের ৩ ও ৪ নং ঘাট থেকে ব্যক্তিগত ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় আমানত শাহ ও কেরামত আলী নামে দুটি রো রো ফেরি।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল বলেন, ঘাট এলাকায় সকাল থেকেই ঘরমুখী যাত্রীর চাপ বেড়েছে। জরুরি সেবায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ব্যক্তিগত গাড়ির সঙ্গে এসব যাত্রীদের ফেরিতে পারাপার করা হচ্ছে।
সোহেল হোসেন/এসপি
বিজ্ঞাপন