সিরাজগঞ্জ সদরে ইটভাটার চুলার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ঘোড়াচড়া এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ঘটনাস্থল থেকে জানান জেলা সিএনজি অটোরিকশা মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম খান।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি শুনে ঘটনাস্থলেই যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। 

শুভ কুমার ঘোষ/এসপি