পটুয়াখালীতে অসহায়দের মধ্যে আ’লীগ নেতার ঈদসামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক রোড দৈনিক পটুয়াখালী কার্যালয়ে দুই শতাধিক দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।
বিজ্ঞাপন
এসময় অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালীন গরিব এবং দুস্থদের মধ্যে আর্থিক ও মানবিক সহায়তা দিচ্ছি। বর্তমানে ঈদ উপলক্ষে খেটে খাওয়া মানুষদের মধ্যে ঈদসামগ্রী ও আর্থিক সহায়তা দিচ্ছি।
বিজ্ঞাপন
এসএম