লকডাউনের ম‌ধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা থেকে বুধবার (১২ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯৪২‌টি যানবাহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। আর এসব যানবাহন থে‌কে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। যা গত ২৪ ঘণ্টার চে‌য়ে তুলনামূলক অ‌নেক বে‌শি। 

এর আ‌গে গত ২৪ ঘণ্টায় (‌ সোমবার সকাল ৬টা থে‌কে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪১ হাজার ৬২৫‌টি গা‌ড়ি সেতু পারাপার হয়েছে। এ‌তে টোল আদায় হয়েছে ২ কো‌টি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল বলেন, প্রতি‌দিনই সেতু‌তে টোল আদায় বাড়‌ছে। ত‌বে তুলনামূলক বাসের পারাপার ছিল কম। আজ সকাল থে‌কেই প্রচুর গা‌ড়ি সেতু পার হ‌চ্ছে। 

এ‌দি‌কে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু থে‌কে টাঙ্গাই‌লের কর‌টিয়া পর্যন্ত থে‌মে থে‌মে যান চলাচল কর‌ছে। মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে শত শত মানুষ‌কে গা‌ড়ির জন্য অ‌পেক্ষা কর‌তে দেখা গে‌ছে।

অভিজিৎ ঘোষ/এসপি