নরসিংদীতের ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক। বুধবার (১২ মে) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর মাঠে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ, ডাল ও তরল দুধ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি প্রমুখ।

পৌর মেয়র শরিফুল হক বলেন, মহামারির এই সময়ে বেশি সমস্যায় আছে নিম্ন আয়ের মানুষ। ঘোড়াশাল পৌর এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা কম নয়। সব মিলিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। 

সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের কর্মীরা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় মেয়রের উদ্যোগে এখানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার দেওয়া হয়েছে।

রাকিবুল ইসলাম/এসপি