মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ বেড়েই চলেছে। ১৬টি ফেরিতেও যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাট ও তার আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষ পদ্মাপারের অপেক্ষায় প্রহর গুনছে। 

জানা গেছে, যখন কোন ফেরি ঘাটে আসছে তখনই হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা। এতে ফেরিতে থাকা যানবাহন নামতে বিলম্ব হচ্ছে। বিঘ্ন হচ্ছে মানুষ পারাপার। বুধবার সকাল থেকে হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা। বেলা যত বাড়ছে যাত্রীর চাপ তত বেড়েই চলছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, এ মুহূর্তে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৬টি ফেরি চলছে। পারাপারের জন্য ঘাটে এখনো প্রায় ৫০- ৬০ হাজার লোক অবস্থান করছে। বিকল্প উপায়ে লঞ্চ এবং স্পিডবোটের মাধ্যমে এ সমস্ত যাত্রীদের পারাপারের ব্যবস্থা করার কোন পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে এমন কোন সিদ্ধান্ত হয়নি।

ব.ম শামীম/এসপি