শাড়ি-লুঙ্গি পেল ময়মনসিংহের ১৫ হাজার মানুষ
১৫ হাজার গরিব-অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
ময়মনসিংহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের পর এবার ১৫ হাজার গরিব-অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (১২) বিকেলে নগরীর মহিলা ক্রীড়া সংস্থা মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, এ দুর্যোগের মুহূর্তেও যেন সবাই ঘরে থেকে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এ আয়োজন। এদেশে অসহায়দের সহায় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত দুর্যোগই আসুক না কেন, তিনি আপনাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তাই আপনারা সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলুন ও করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন।
ঈদের একদিন আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি নারী-পুরুষেরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সংসদীয় আসন ফুলপুর ও তারাকান্দা উপজেলায় তার পক্ষে ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উবায়দুল হক/এএম