ঈদের দিন সিলেটে বৃষ্টির আভাস
ফাইল ছবি
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে শুক্রবার (১৪ মে)। এদিন সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিষয়টি জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জৈন্তাপুর ও কানাইঘাট, সুনামগঞ্জের ছাতকে, মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টি হতে পারে। তবে সিলেট শহরে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। পুরোপুরি শুকনা থাকবে এমন না, হালকা বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৭০ ভাগ ও সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল ৯১ ভাগ। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২ দশমিক ২ মিলিমিটার ও সন্ধ্যা ৬টা পর্যন্ত দশমিক ৪ মিলিমিটার।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে যে অনুপাতে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল; তেমনটা হচ্ছে না। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫ মে’র পর থেকে সিলেটে বৃষ্টিপাত বাড়বে।
বিজ্ঞাপন
তুহিন আহমদ/এএম