কাপাসিয়া থানা

গাজীপুরের কাপাসিয়ায় ঈদ করতে বাড়ি গিয়ে আত্মহত্যা করেছেন নারী পুলিশ সদস্য। শুক্রবার (১৪ মে) ঈদের দিন রাতে আত্মহত্যা করলেও শনিবার (১৫ মে) বিকেলে বিষয়টি জানায় পুলিশ।

আত্মহত্যা করা মানসুরা আক্তার (২২) কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের মজিবুর রহমানের মেয়ে। নারায়ণগঞ্জ জেলা শিল্প পুলিশে কর্মরত ছিলেন তিনি।

তার স্বামী একই ইউনিয়নের আঞ্জাব গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. তুহিন ঘটনার পর থেকে পলাতক।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তুহিনের সঙ্গে মানসুরার বিয়ে হয়। ঈদ করার জন্য গত বৃহস্পতিবার ছুটি নিয়ে বাবার বাড়ি আসেন। শুক্রবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। চার মাসের অন্তঃসত্ত্বা মানসুরা কি কারণে আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করতে পারেননি পরিবারের সদস্যরা।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পরিবারের অভিযোগ নেই। এরপরও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তবু মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিহাব খান/এএম