গুরুতর আহত পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ফায়েজ উল্লাহ (৩৫) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। এ সময় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মে) দুপুরে উপজেলার চানপুর ইউনিয়নের মাজেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়েজ উল্লাহ উপজেলার চরাঞ্চলের মাঝেরচর খন্দকার বাড়ির জরুন মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম মিয়া এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হযরত আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।

দুপুরে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে জড়ান উভয়পক্ষের লোকজন। এতে ৩১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হযরত আলীর সমর্থক ফায়েজ উল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত শাহ মিয়া, আসাদ মিয়া, বিল্লাল মিয়া, মস্তো মিয়াসহ পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাকিবুল ইসলাম/এএম