৪৫ মিনিট বন্ধ থাকার পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ থাকার পর শনিবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে তীব্র বাতাসে পদ্মা উত্তাল হয়ে উঠলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে জানানো হয়েছিল।
বিজ্ঞাপন
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন বলেন, পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া প্রান্তে যানজট কিংবা যাত্রীদের ভিড় নেই।
ব.ম শামীম/এএম
বিজ্ঞাপন