ছবি ফেসবুক থেকে নেয়া

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে পানিতে ডুবে মো. মাজাহারুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার ঢাকী ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

নিহত মো. মাজাহারুল ইসলাম জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা গ্রামের মৃত আজিমউদ্দীন মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করতেন। 

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঈদের দুদিন আগে ছুটিতে মাজাহারুল ঢাকা থেকে গ্ৰামের বাড়িতে আসেন। শনিবার সকালে পাঁচ বন্ধু মিলে মিঠামইন হাওর ভ্রমণে যায়। হাওরে ভ্রমণ শেষে দুপুরে ঘোড়াউত্রা নদীর ঢাকী ব্রিজের নিচে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নদীতে নামে। এক পর্যায়ে তারা সাঁতরে নদী পার হওয়ার প্রতিযোগিতা শুরু করে। এতে চার বন্ধু সাঁতরে নদী পার হলেও মাজাহারুল তলিয়ে যায় নদীতে। 

সংবাদ পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মাঝ নদীর তলদেশ থেকে মাজাহারুলে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানা পুলিশের ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/এমএএস