লালনশাহ সেতুর গোলচত্বরে নসিমন উল্টে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার ভেড়ামারা থানার বিভিন্ন এলাকা থেকে প্রকল্পের কর্মরত শ্রমিকরা নসিমনযোগে কাজে আসার সময় লালনশাহ সেতুর পূর্ব পাশের গোলচত্বরে হঠাৎ গাড়ি উল্টে যায়। নিহতরা ওই নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের আজগর আলীর ছেলে আনিসুর রহমান (৩৩) ও একই থানার দামুকদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩০)। নিহত আনিসুর রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান কোম্পানি রইনওয়ার্ল্ড এবং আব্দুল খালেক ম্যাক্স বাংলাদেশ লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর এলাকায় দুপুর ১২টার দিকে ট্রাকের ধাক্কায় রহমান (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝলসা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মোছা. মনোয়ারা রহমান বলেন, নিহতদের তিনজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা দেয়ার কোনো সময় পাওয়া যায়নি। তবে দ্বিতীয় নসিমন চালকের মরদেহ একটু আগে নিয়ে এলে চিকিৎসা দেয়া সম্ভব ছিল। কমপ্লেক্সে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়েছে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত শ্যালোর ইঞ্জিনচালিত নসিমনকে আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. নাসির উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও নসিমন থানার হেফাজতে রয়েছে। থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এসপি