মুশফিকুর রহমান মিশুক

বগুড়ায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন তরুণ আইনজীবী মুশফিকুর রহমান মিশুক (২৯)। রোববার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালে অবস্থানরত মিশুকের বন্ধু শাফিনুর তান্নি। মিশুক শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে এবং বগুড়া জজ আদালতের আইনজীবী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কলোনি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মুশফিকুর গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন মিশুক। এ সময় আরেক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

শাফিনুর রহমান তান্নি বলেন, শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে বগুড়া থেকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হয় মুশফিককে। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছিল। এজন্য আইসিইউতে রাখা হয়। বিকেলে তার মৃত্যু হয়।

সাখাওয়াত হোসেন জনি/এএম