উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শতাধিক বাস সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশি বাধায় আটকে গেছে। এতে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। 

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৮ মে) সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাসগুলোকে কাজীপুরের সোনামুখীতে আটকে দিয়েছে পুলিশ। এতে করে কাজীপুর থেকে ধুনট হয়ে বগুড়ার শেরপুরের দিকে অন্য কোন যানবাহন ঢুকতে পারছে না। অপরদিকে বাসের যাত্রীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হৈ হুল্লোড় করছেন। 

আব্দুর রহিম নামে এক যাত্রী বলেন, ট্রাকে গাদাগাদি করে মানুষ যাচ্ছে তখন করোনা ধরে না আর আমরা এক আসন ফাঁকা রেখে বাসে যেতে চাচ্ছি তাতে বাধা দিচ্ছে।

মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন এলেন জানতে চাইলে আল-রাহা পরিবহনের চালক বলেন, ভাবছিলাম এদিক দিয়ে সহজেই যেতে পারব। কিন্তু এখানেও আটকে দিল।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ঢাকা পোস্টকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোনো দূরপাল্লার গণপরিবহনকে আমরা কাজীপুর হয়ে যেতে দিব না। ঈদের আগেও আমরা গাড়ি ফেরত পাঠিয়েছি।

এদিকে সিরাজগঞ্জের মহাসড়কেও সকল দূরপাল্লার বাস ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে মহাসড়কে যানজট নেই বলে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা দূরপাল্লার বাস এলেই ফিরিয়ে দিচ্ছি। তবে মহাসড়কে অন্যান্য গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকে এখন পর্যন্ত কোন ধীরগতি বা যানজট দেখা যায়নি।

শুভ কুমার ঘোষ/এসপি