গাইবান্ধার সাদুল্যাপুরে হত্যা ছিনতাইসহ একাধিক মামলার আসামি ফারুক মন্ডল (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক মন্ডল সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় হামলার শিকার হন ফারুক। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঢাকা পোস্টকে বলেন, নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী। অটোরিকশা, ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ফারুক।

দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রিপন আকন্দ/এনএ