বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়
মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। ঈদ উদযাপন শেষে দক্ষিণবঙ্গের ২১ জেলার হাজার হাজার মানুষ বাংলাবাজার ঘাটে এসে ফেরিতে করে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ অব্যাহত রয়েছে। ঘরমুখী মানুষের চাপ কমেছে। ফেরিঘাটের সবগুলো ঘাট চালু থাকায় শিমুলিয়া থেকে একযোগে ৩-৪টি ফেরি স্বল্প সংখ্যক যাত্রী ও হালকা যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটে আসছে। বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী হাজার হাজার যাত্রী নিয়ে শিমুলিয়ার দিকে ছেড়ে যাচ্ছে। বাংলাবাজার-শিমুলিশা রুটে বর্তমানে সবগুলো ফেরি সচল রয়েছে।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির মাদারীপুর বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী যাত্রীদের চাপ আজও বেশি। তাই আমরা সকল ফেরি সচল রেখেছি। যাত্রীরা শৃঙ্খলভাবে যাতে ফেরি হতে পারে সেজন্য ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন কাজ করে যাচ্ছে।
নাজমুল মোড়ল/এসপি
বিজ্ঞাপন