ব‌হিষ্কৃত দুলাল চকদার

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং নেতাকর্মীদের নামে মামলা দি‌য়ে হয়রা‌নির অভিযো‌গে এক আওয়ামী লীগ নেতা‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। ব‌হিষ্কৃত আওয়ামী লীগ নেতার নাম দুলাল চকদার। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ছিলেন। 

বুধবার (১৯ মে) বিকেলে তাকে দল থে‌কে ব‌হিষ্কা‌রের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম। 

ব‌হিষ্কৃত দুলাল চকদার বলেন, আমি কিছু জানি না। আমি বহিষ্কারের কোনো কাগজপত্র পাইনি। কারও মুখেও শুনতে পাইনি। দল থেকে আমাকে বহিষ্কার করবে এ রকম কোনো কর্মকাণ্ড করিনি। দলের বাইরে গিয়ে নির্বাচন বা দলের বাইরে অন্য কারো নির্বাচনও করে দেইনি। 

উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, ব‌হিষ্কৃত দুলাল চকদা‌রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া নানা অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কারণে দল থেকে তা‌কে বহিষ্কার করা হয়েছে। 

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম জানান, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লিখিতভাবে দুলাল চকদারকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন। 

অভিজিৎ ঘোষ/আরএআর