আমচাষিরা যেন হয়রানির শিকার না হয়: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমচাষিরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবে, তাদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের ওপর সবকিছু ছেড়ে দিলে হবে না; সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বুধবার (১৯ মে) দুপুরে নওগাঁর সাপাহার আম বাজারজাতকরণ বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। সাপাহার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন উপজলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হাসান, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলীসহ উপজেলার আমচাষি ও ব্যবসায়ীরা।
শামীনূর রহমান/এএম
বিজ্ঞাপন