নিহত ওয়েন্টাও ওয়েই

সিলেটের পাঠানটুলা এলাকায় ছুরিকাঘাতে খুন হওয়া চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) স্ত্রী বুধবার (১৯ মে) রাতেই সিলেট পৌঁছাবেন। মঙ্গলবার (১৮ মে) তার স্ত্রী চীন থেকে ঢাকা এসে পৌঁছালেও কিছু বাধ্যবাধকতার কারণে তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেননি। 

তবে বুধবার দুপুরে তিনি সিলেটে আসার অনুমিত পেয়েছেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

এর আগে মঙ্গলবার সিলেট নগরের পাঠানটুলা এলাকার বি ব্লকের একটি বাসা থেকে ওয়েন্টাও ওয়েইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানার পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে নাস্তা করার পর হাত ধোঁয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে একজন অপরজনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও ওয়েই। ওই বাসা থেকে শিও চাও (৩৪) নামে আরেকজন চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিকে এ ঘটনার পর নিহত ওয়েন্টাও ওয়েইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে ওইদিনই বিকেলে তার স্ত্রী চীন থেকে বিমানযোগে ঢাকায় এসে পৌঁছান। তবে বিমানবন্দর থেকে তিনি বের হতে পারেননি। পাশাপাশি পুলিশের কাছে তার স্ত্রী আবেদন করেছেন যাতে তিনি দেখার পর ওয়েন্টাও ওয়েইয়ের ময়নাতদন্ত করা হয়। বর্তমানে তার মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আবু ফরহাদ বলেন, নিহত চীনা নাগরিকের স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি ঢাকা থেকে রাতের ভেতরেই সিলেটে এসে পৌঁছবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন,  ওয়েন্টাও ওয়েইয়ের মরদেহ তিনি দেখার পর যেন ময়নাতদন্ত করা হয়। আমরা তার অনুরোধ রেখেছি। এখনো মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

তুহিন আহমদ/আরএআর