পাওয়ার টিলারের নিচে ফেলে নষ্ট করা হলো ২৮ মণ আম
চাঁপাইনবাবগঞ্জে অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক কেমিকেল ব্যবহার করে বাজারজাত করার অপরাধে ২৮ মণ আম ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসব আম ধ্বংস করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রীর উপস্থিতিতে শিবগঞ্জ থানা চত্বরে পাওয়ার টিলার দিয়ে এসব আম ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অপরিপক্ক আমে কেমিকেল মেশানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে কেমিকেল দিয়ে পাকানো ৪৫ ক্যারেট আম জব্দ করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, পরিপক্কতা না আসার আগে বাজারে আম নামবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী লোভের আশায় অপরিপক্ক আম পেড়ে কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। শিবগঞ্জ উপজেলায় এমন একটি আমের আড়তে অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়েছিল। অভিযানের বিষয়টি ঠিক পেয়ে আমের মালিক পালিয়ে যায়।
বিজ্ঞাপন
শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি ঢাকা পোস্টকে বলেন, ধ্বংস করা আমগুলো ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠানোর প্রস্ততি চলছিল। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ক আমে কেমিকেল মিশিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জাহাঙ্গীর আলম/এসপি