ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাটি খুঁড়ে পাওয়া একটি লোহার বস্তু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে বস্তুটি পাওয়া যায়। তবে এটি কি জিনিস, তা সন্ধ্যা নাগাদ জানা যায়নি। বস্তুটির আকৃতি অনেকটা তীরের মতো। যদিও পুলিশ বস্তুটিকে মর্টারশেল ভেবে দিনভর লাল নিশান টানিয়ে রাখে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, দুপুর ১২টার দিকে বাহাদপুর গ্রামের এক ব্যক্তি বাড়ির পাশে মাটি খুঁড়তে গিয়ে লোহার বস্তুটি দেখতে পান। মরিচা ধরা বস্তুটিকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারশেল বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কথার ওপর ভিত্তি করে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে আমরা লাল নিশান টানিয়ে বস্তুটিকে ঘিরে রাখি। বিষয়টি নিয়ে কুমিল্লা সেনানিবাসেও কথা হয়েছে। তবে সন্ধ্যা নাগাদ আমরা নিশ্চিত হতে পেরেছি লোহার বস্তুটি মর্টারশেল নয়। দেখতে অনেকটা তীরের মতো মনে হলেও, এটি প্রকৃতপক্ষে কী- সেটি আমরা এখনো জানতে পারিনি। বস্তুটিকে থানায় রাখা হবে। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম