লালমনিরহাটে দুজন নিহত, গ্রেফতার ১০
হাতীবান্ধা থানা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দুই দিনে আরও নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) রাতে পাঁচজন ও মঙ্গলবার (১৮ মে) রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর দুই দিন আগে সফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে ১০ জনকে গ্রেফতার করা হল।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার সোহরাব আলীর ছেলে মোবারক হোসেন, মোবারক হোসেনের স্ত্রী শিরিন আক্তার, ফজল হকের ছেলে আমিনুর ইসলাম ও আমিনুর ইসলামের স্ত্রী জয়ফুল নেছা, কাদের আলীর স্ত্রী সারবানু, ঈদ্রিস আলীর ছেলে সফিকুল ইসলাম, মফিজুল ইসলামের ছেলে রেজাউল করিম, মফিজুল ইসলামের স্ত্রী মজিরন নেছা, সফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও বেজগ্রাম এলাকার দিদার আলীর স্ত্রী সাহেরা বেগম।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ১০ মে ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে দুই ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিয়াস বাবু (২১) ও শহর উদ্দিন (২৭) নিহত হন। এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে।
বিজ্ঞাপন
নিয়াজ আহমেদ সিপন/এএম