গাজীপুরে গার্মেন্টকর্মীকে অপহরণ: অস্ত্রসহ গ্রেফতার ২
র্যাবের হাতে গ্রেফতার দুই আসামি
গাজীপুরে এক গার্মেন্টকর্মীকে অপহরণের অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। রোববার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পোড়াবাড়ী মজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো— গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পোড়াবাড়ী কোনাপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন (৩০) এবং একই থানার সালানা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম (২৪)।
বিজ্ঞাপন
এ সময় তাদের কাছ থেকে একটি লোহার ছুরি, চাপাতি এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ২৮ ডিসেম্বর রাত ৮টার দিকে মেট্রোপলিটন সদর থানার ভাওরাইদ এলাকা থেকে গার্মেন্টকর্মী ভিকটিম সিরাজুল ইসলাম (২৭) অপহরণ হয়। পরে অপহরণকারীরা ভিকটিমকে অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত বাগানের ভেতর নিয়ে গাছের সাথে বেঁধে মারপিট করে।
বিজ্ঞাপন
এ সময় ভিকটিমের সঙ্গে থাকা ১৫ হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে ভিকটিমের পরিবারের কাছে অপহরণের বিষয়টি জানায় এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভিকটিমকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
পরবর্তীতে ভিকটিমের পরিববার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের মোবাইল ফোনে ২০ হাজার টাকা পাঠায়। বিষয়টি ৩ জানুয়ারি ভিকটিমের পরিবার র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে এসে অভিযোগ করে অপহরণকারীদের গ্রেফতারে আইনগত সাহায্য কামনা করে।
অভিযোগের পর র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প ছায়া তদন্ত শুরু করেন এবং র্যাবের সোর্স নিয়োগসহ সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পোড়াবাড়ী মাজারের বিপরীত পাশে অভিযান চালায়। অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, অপহরণ ও মুক্তিপণের ঘটনার কথা শিকার করে গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাদের সহযোগী পলাতক আসামিরা মিলে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় থেকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে কৌশলে অপহরণ কার্যক্রম চালাতো।
ভিকটিমদের আটক রেখে শারীরিক নির্যাতনসহ খুন করার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করতো। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এমএসআর