সাঘাটায় ঝড়ের কবলে পড়ে কৃষকের মৃত্যু
গাছের ডাল ভেঙে আহত হয়েছেন তিন নারী
গাইবান্ধার সাঘাটায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে আরমান আলী (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গাছের ডাল ভেঙে তিন নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিঘর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আরমান আলী একই গ্রামের মৃত সনেট আলীর ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৫টার দিকে হঠাৎ করে প্রচন্ড গতিতে হাওয়া শুরু হয়। তখন জমি থেকে বাড়ি ফিরছিলেন কৃষক আরমান আলী। এ সময় ঝড়ের কবলে পড়ে আতঙ্কে আরমান আলীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এছাড়া গাছের ডাল ভেঙে তিন নারী আহত হয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে মৃত ওই কৃষক দীর্ঘ দিন থেকে হৃদ রোগে ভুগছিলেন বলে জানান ওসি।
বিজ্ঞাপন
রিপন আকন্দ/এমএসআর