চুয়াডাঙ্গায় করোনায় ভারতফেরত কিশোরসহ দুইজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতফেরত কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ভারত থেকে আসা সাকিবউদ্দিন (১৭) নামে এক কিশোর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন থাকা অবস্থায় মারা গেছেন। তিনি আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে।
ক্যানসারে আক্রান্ত সাকিবউদ্দিনকে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে তারা সেখানে লকডাউনে আটকা পড়েন। গত ৯ মে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করলে সাকিবউদ্দিনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বিজ্ঞাপন
১১ মে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ১২ মে আবার নমুনা দিলে ওইদিনই আবারও করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে গত ১৫ মে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের মৃত ফরতুল্লার ছেলে আবুল হোসেন (৭৫) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে (ইয়োলো জোন) ভর্তি হন। ১৬ মে নমুনা দিলে পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯১০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৬২ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় মৃত দুজনের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
আফজালুল হক/আরএআর