মধু সংগ্রহের সময় নিয়ে গেলেন ১৫ বস্তা চিনি
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকার কালাগাছিয়া এলাকা থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম, উপকরণসহ সাত মৌয়ালকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নৌকায় ১৫ বস্তা চিনি পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় সুন্দরবনের গহিন অরণ্য থেকে তাদের আটক করা হয়।
শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কালাগাছিয়া এলাকা থেকে স্টেশন কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তাদের।
বিজ্ঞাপন
আটক মৌয়ালরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের নুরমান আলীর ছেলে আবদুস সাত্তার (৪৫), হাজের বৈদ্যের ছেলে কুব্বাত আলী (৫০), মৃত এলাহী বক্সের ছেলে শাহদাত হোসেন (৫০), ছদরুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), ফুলচাঁদ গাজীর ছেলে মজিদ গাজী (৫০), ইয়াছিন গাজী (৪৫) ও মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ঢাকা পোস্টকে জানান, মধু সংগ্রহের জন্য তারা সুন্দরবনে গিয়েছিলেন। তখন তাদের আটক করা হয়েছে। তাদের নৌকায় ১৫ বস্তা চিনি পাওয়া গেছে। আটককৃতদের কাছ থেকে দুটি নৌকা, ১৫ বস্তা চিনি, ৩৫টা ড্রাম, ৯টি দড়িসহ অন্যান্য সারঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, তারা সুন্দরবনে গিয়ে ভেজাল মধু তৈরি করে লোকালয়ে ফিরে খাঁটি মধু হিসেবে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
আকরামুল ইসলাম/এনএ