রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পৃথক স্থানে দুজন নিহত হয়েছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী আবদুল আজিজ শেখ (৫৮) ঘটনাস্থলে নিহত হন।
নিহত আজিজ শেখ উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।
বিজ্ঞাপন
প্রতক্ষদর্শীরা জানান, নিহত আজিজ শেখ মোটরসাইকেল যোগে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে প্রচুর রক্তক্ষরণ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত ঢাকা পোস্টকে জানান, সকাল সাড়ে আটটার দিকে আজিজ মোটরসাইকেল যোগে পাংশার দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
এদিকে শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুরে অজ্ঞাতনামা গাড়িচাপায় বাইসাইকেল আরোহী মো. আমজাদ গায়ান নিহত হয়েছেন। তিনি একই এলাকার ইজারাপাড়া গ্রামের মৃত ইয়াছিন গায়ানের ছেলে।
আলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন ঢাকা পোস্টকে জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে খানখানাপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের দরনারায়ণপুর ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মো. আমজাদ গায়ানকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক গাড়িকে আটকের চেষ্টা করা হচ্ছে।
মীর সামসুজ্জামান/এনএ