বাবা হারালেন ঢাকা পোস্টের হাবীবাহ্ নাসরীন
অধ্যাপক সিদ্দিকুর রহমান
ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ মে) বিকেল ৩টায় শহরের মসজিদ বাড়ি সড়কের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
জানা যায়, আগামীকাল রোববার (২৩ মে) সকাল ১০টায় বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সিদ্দিকুর রহমানের দাফন সম্পন্ন হবে। অধ্যাপক সিদ্দিকুর রহমান স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বড় ছেলে মো. সুলেইমান মুন্সিগঞ্জে এক্সিম ব্যাংকের একটি শাখায় কর্মরত আছেন। বড় মেয়ে গৃহিণী। ছোট মেয়ে হাবীবাহ্ নাসরীন অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের লাইফস্টাইল বিভাগের সম্পাদক হিসেবে কর্মরত। ছোট ছেলে ওমর ফারুক অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
জনপ্রিয় এই অধ্যাপকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরই ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে এসেছে। তারই সহকর্মী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা পার্থ সারথী দাস শোক প্রকাশ করে জানান, ‘সিদ্দিক স্যারের মতো ভালো মানুষ ও ভালো শিক্ষক আমার জীবনে খুব কম দেখেছি।’
অধ্যাপক সিদ্দিকুর রহমানের ছাত্র অ্যাডভোকেট আককাস সিকদার বলেন, ‘সিদ্দিক স্যারের মতো শিক্ষক এ যুগে আমরা দেখি না। স্যার তার শিক্ষার্থীদের ২০ বছর পরে দেখলেও নাম, ব্যাচ ও কোথায় বাড়ি তা বলে দিতে পারতেন। এ রকম মেধাবী একজনের শিক্ষকের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
বিজ্ঞাপন
ইসমাঈল হোসাঈন/এমএসআর