ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে রাজশাহী নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চোরদের ধরল পুলিশ। গতকাল শুক্রবার (২১ মে) দিবাগত গভীর রাতে নগরীর রাজপাড়া থানা পুলিশ একে একে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।

তারা হলেন, নগরীর রাজপাড়া থানার ঢালুর মোড় এলাকার মিন্টু মন্ডল (৪২), জেলার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও চারঘাট উপজেলার খুদির বটতলা গ্রামের ইদ্রিসের ছেলে মো. শিমুল (২০)।

এর মেধ্যে শরিফুল ইসলাম চোরাই অটোরিকশাটি কিনেছিলেন। তার বাড়ি থেকে সেটি উদ্ধারও করেছে পুলিশ। চুরির মামলায় শনিবার (২২ মে) এ তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ মে বেলা ২টার দিকে রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরি হয়ে যায়। 

এ নিয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এরপর চুরি কাণ্ডে জড়িতদের পাকড়াও এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে এ ঘটনা ধরা পড়ে। ধরা পড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো সিসি ক্যামেরায়। এসব ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে পুলিশ। 

ওসি বলেন, শুক্রবার দিবাগত গভীররাতে নগরীর বোয়ালিয়া থানাধীন মনিচত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. শিমুলকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই একে গ্রেফতার করা হয় মিন্টু মন্ডল ও শরিফুল ইসলামকে। 

অভিযানে শরিফুল ইসলামের বাড়ি থেকে অটোরিকশাটি উদ্ধার হয়েছে। পরে দায়েরকৃত মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস